রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর পরিচয়ে ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কামাল হোসেন নামের ওই ব্যক্তি সাবেক সেনা সদস্য বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে র্যাব তাঁকে ডিবির কাছে হস্তান্তর করে।
আজ বুধবার কামাল হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। তিনি এখন ডিবি হেফাজতে আছেন।
এর আগে ডাকাতির ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁদের মধ্যে ডিবি গ্রেপ্তার করেছে তিনজনকে আর র্যাব গ্রেপ্তার করে আটজনকে। কামাল হোসেন এই আটজনের একজন কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে র্যাবের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো তথ্য সরবরাহ করা হয়নি। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিয়ে ডিবির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।